গজরাজের পথ অবরোধ, সড়কের দুই পাশে গাড়ির লম্বা লাইন।

0
15

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গজরাজের পথ অবরোধ, সড়কের দুই পাশে গাড়ির লম্বা লাইন। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার গরমবস্তি এলাকার জাতীয় সড়কে। বৃহস্পতিবার সকালে বক্সা প্রকল্পের জঙ্গল থেকে আচমকা একটি বুনো দাঁতাল জাতীয় সড়কের উপরে চলে আসে। বুনো দাঁতাল জাতীয় সড়কে ঘোরাফেরা করতে থাকে। হাতিকে দেখে রাস্তার ওপর দাঁড়িয়ে পরে অসংখ্য গাড়ি। অনেকেই গাড়ি থেকে নেমে মোবাইল ফোনে হাতির ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে।পরে নিজে থেকেই ফের জঙ্গলে চলে যায় হাতিটি। পরে স্বাভাবিক হয় যান চলাচল।