বোনের জন্মদিনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির, সাধুবাদ সকলের।

0
7

চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ :- ব্যক্তিগতভাবে বোনের জন্মদিনে দাদার আয়োজনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এখন সকলেই ব্যস্ত কেউ মাঠে ধান কাটা থেকে ধান তোলা আলু লাগানো নিয়ে শীতের এই মরশুমে রক্তদান শিবির তেমন হয় না বললেই চলে। তাই শীতের মরসুমে বোনের জন্মদিনে দাদার আয়োজনে চন্দ্রকোনারোডে অবস্থিত হলো রক্তদান শিবির। সাংবাদিক বন্ধু থেকে প্রশাসনিক কর্মী সকলেই হাত বাড়িয়ে দেন এই উদ্যোগে। বর্তমানে পশ্চিম মেদিনীপুরের পাঁচটি ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহে একটু ভাটা পড়েছে। এইরকম অবস্থায় এই ধরনের রক্তদান শিবির আগামী দিনে যে অনেক আশার আলো দেখাবে সে কথা বলার আর অপেক্ষা রাখে না। আয়োজনকারী সুমন পাত্রের তরফে জানানো হয়েছে রক্তের অভাব মেটাতেই এই উদ্যোগ স্থানীয় এলাকায় খবর আসলে কারও রক্তের প্রয়োজন আমরা চেষ্টা করি সেই অভাব মেটানোর। একটা ছোট্ট রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আগামী দিনে স্থানীয় স্তরে আরো প্রচার করে এই বিষয়ে সচেতনতা গড়ে তোলা হবে ও বৃহৎ আকারে একটি রক্তদান শিবির সংগঠিত করার প্রচেষ্টা চালানো হবে।

বোনের জন্মদিনে আয়োজিত হওয়ায় বোনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বোনের জন্মদিনে দাদার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।