পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নারী ও শিশু সুরক্ষায় রাজ্যের বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে আইনে পরিণত করার লক্ষ্যে শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৭ নম্বর নয়াবসত এলাকায় মিছিল করল তৃণমূল নেতৃত্ব,জানা গিয়েছে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল সংঘটিত হয়, উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজিব ঘোষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানষ নায়েক, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীসহ অন্যান্য মহিলা ও তৃণমূল নেতাকর্মীরা। এইদিন কেন্দ্রীয় সরকার জাতি এই আইন পাশ করার জন্য পদক্ষেপ গ্রহণ করে সেই বিষয় নিয়ে স্লোগান তোলা হয় এই মিছিলে।