কালিয়াচক ২ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিলটিকে আইনের পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে পথ মিছিল হল কালিয়াচক ২ ব্লকের মোথা বাড়িতে।।

0
6

নিজস্ব সংবাদদাতা, মালদা—কালিয়াচক ২ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিলটিকে আইনের পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে পথ মিছিল হল কালিয়াচক ২ ব্লকের মোথা বাড়িতে।।
শনিবার বিকেল তিনটা নাগাদ মোথাবাড়ি বিধায়ক কার্যালয় থেকে শয়ে শয়ে মহিলারা একত্রিত হয়ে মোথাবাড়ি গ্রীন মার্কেট পর্যন্ত পায়ে হেঁটে পথ মিছিল মাধ্যমে এই প্রতিবাদ জানান।।
মিছিলের শ্লোগান ছিল বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে।।
এই পথ মিছিলে উপস্থিত ছিলেন কালিয়াচক দুই ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফিরোজ শেখ, সহ-সভাপতি হাসিমুদ্দিন আহমেদ, যুব সভাপতি তৌহিদুর রহমান।।
কালিয়াচক দুই ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ঊষা রানী বসাক ।।
কালিয়াচক ২ সমিতির সভাপতি অঞ্জলি মন্ডল , সহকারি সভাপতি হালিমা খাতুন, খাদ্য কর্মদক্ষ সান্তারা খাতুন সহ অঞ্চল ব্লকের মহিলা নেতৃত্ব।।