দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জল জীবন মিশনের প্রকল্প অত্যন্ত মন্থর ও ধীরগতিতে এগোচ্ছে বলে সাধারণ মানুষের অভিযোগ নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে শহর থেকে গ্রাম সর্বত্রই একই ছবি। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখনো পর্যন্ত জেলার মোট বাসিন্দার ৪০ শতাংশ বাসিন্দার বাড়িতে ট্যাপ সংযোগ করা হয়েছে। জল পাচ্ছেন অধিকাংশ মানুষ কিন্তু জল দেওয়ার ক্ষেত্রেও এ সমস্যা দেখা দিচ্ছে যেমন জলের অপচয়, সঠিক সময় জল না পাওয়া ইত্যাদি। সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। জেলা জুড়ে এই প্রসঙ্গে সচেতনতা অভিযানও চালাবে জেলা প্রশাসন। কুমারগঞ্জ ব্লক সর্বশেষ কাজ শুরু হয়েছে সোমজিয়া এলাকায় সেখানকার কাজ শেষ হতে ২০২৫ ডিসেম্বর মাস পর্যন্ত লেগে যেতে পারে। তপন ব্লক দীর্ঘ সময় ধরেই পানীয় জলের সমস্যায় ভোগে এই ব্লকের জন্য দুটি প্রকল্পের কাজ গ্রহণ করা হয়েছে একটা প্রকল্পের কাজ চালু হলেও অন্য আরেকটি প্রকল্পের কাজ এখনো চালু করা যায়নি বলে অভিযোগ। তপন এলাকার বাসিন্দাদের অভিযোগ কাজ হচ্ছে কিন্তু অত্যন্ত ধীরও মন্থর গতিতে। ফলে সরকারের নির্দিষ্ট লক্ষ্য ২০২৪ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল সকলেই।
Home রাজ্য উত্তর বাংলা জল জীবন মিশনের প্রকল্প অত্যন্ত মন্থর ও ধীরগতিতে এগোচ্ছে বলে সাধারণ মানুষের...