একটি চিতা বাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার মেচপাড়া চা বাগানে।

0
10

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : একটি চিতা বাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার মেচপাড়া চা বাগানে। মঙ্গলবার সংশ্লিষ্ট চা বাগানের সাত নম্বর সেকশনের নালায় একটি চিতা বাঘের মৃতদেহ দেখতে পায় বাগানের শ্রমিকরা। তারপর তারা বনদফতরে খবর দেয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা এসে ওই চিতা বাঘের মৃতদেহটি উদ্ধার করে। বনদফতর সুত্রে খবর, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।