পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী সংঘের পরিচালনায় রাস উৎসব উপলক্ষে ২৩ শে নভেম্বর চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করে।
এই শিবিরে কন্টাই লায়ন্স ক্লাব সিটি ও পল্লীশ্রী সঙ্গের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ক্যাম্প থেকে ১৮ জনকে বিনা পয়সায় যাতায়াত ও চোখের ছানি কাটানো হয় চন্ডিপুরে। গত পরশুদিন চোখের ছানি কাটানোর জন্য চন্ডিপুরে গেলে গতকাল চোখের অপারেশন হওয়ার পর আজ বাড়ি ফিরে। ১৮ জনের চোখের ছানি অপারেশনের পর বাড়ি ফিরে সবাই খুশি। এই সম্বন্ধে ক্লাবের কর্মকর্তা ও ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানা জানান আগামী দিনে বিভিন্নভাবে মানুষের পাশে থাকবেন। এই সম্বন্ধে পল্লীশ্রী সংঘের ক্রীড়া সম্পাদক অতনু জানা জানান তাদের ক্লাবের এই প্রথমবার এই উদ্যোগ নিয়েছে, আগামী দিনে আরো মহৎ কাজের সঙ্গে সঙ্গে থাকবেন। এই সম্বন্ধে
কন্টাই লায়ন্স ক্লাব অফ সিটি এর পক্ষ থেকে এই মহৎ কাজের জন্য কাউন্সিলর সন্দীপ জানাকে ধন্যবাদ জানান। অন্যদিকে এই সম্বন্ধে পল্লীশ্রী সংঘের সাংস্কৃতিক সম্পাদক বিবেকানন্দ গিরি জানান ,এই মহৎ কাজের জন্য গর্বিত এবং এই কাজের জন্য কাউন্সিলর সন্দীপ জানাকে ধন্যবাদ জানায়।।