নিজস্ব সংবাদদাতা, মালদা :– আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। স্পার্ক প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগে,বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে, ওল্ড মালদা ব্লকের নারায়ণপুরের কাঁটাবাড়ি মালিগ্রামে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ প্রদান, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং কারিগরি শিক্ষা ও ভবিষ্যতে স্বনির্ভরতা করার ভাবনায় স্পার্কের নতুন ভূমি ফিতে কেটে উন্মোচন করা হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা সমাজ কল্যাণ আধিকারিক আলপনা দাস, স্পার্কের সম্পাদক মোঃ হাবিবুল্লা, ওল্ড মালদা মিউনিসিপ্যালিটির পৌর প্রধান কার্তিক ঘোষ, মালদা কলেজের অধ্যক্ষ ড. মানুষ কুমার বৈদ্য, আই এন টি টি ইউ সির জেলা সভাপতি শুভদীপ স্যান্যাল, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধ্যাপক ড.অমিত ভট্টাচার্য, মালদা বার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অরবিন্দ ব্যানার্জি, সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা, আর পি রায় মেমোরিয়াল ব্লাইন্ড স্কুলের শিক্ষক উৎপল বর্মন, স্থানীয় পঞ্চায়েত সদস্য সুজিত দাস, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী রঘুনাথ প্রামাণিক ও স্বামীনাথ সিনহা প্রমূখ। সকলকে ধন্যবাদ জানান স্পার্ক এর পক্ষ থেকে তিলক সরকার মহাশয়। সবুজ সৃষ্টির লক্ষ্যে সকলকে চারা গাছ প্রদান করা হয়।
Home রাজ্য উত্তর বাংলা বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে, ওল্ড মালদা ব্লকের নারায়ণপুরের কাঁটাবাড়ি মালিগ্রামে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের...