লক্ষণ শেঠের বাড়িতে হলদিয়াতেও চলছে ইডি তল্লাশি,ভোরের আলো ফোটার আগেই ইডি ।

0
12

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া ::– লক্ষণ শেঠের বাড়িতে হলদিয়াতেও চলছে ইডি তল্লাশি,ভোরের আলো ফোটার আগেই ইডি । মঙ্গলবার সকালে প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান রাজনীতিক লক্ষ্মণ শেঠের বাড়িতে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা।মেডিক্যাল তথা ডাক্তারি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন শুরু হয়েছে তল্লাশি। ‘অঙ্গীকার’ নামে সেই বাড়িতেই এদিন ছিলেন প্রাক্তন সাংসদ। স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। শুধু তাঁর বাড়িতেই নয়, তাঁর তৈরি করা বেসরকারি হাসপাতাল ‘আই কেয়ার’-এও তল্লাশি চালানো হচ্ছে।