নিজস্ব সংবাদদাতা, মালদা :- স্কুলে স্কুলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন মূল্যায়ন পদ্ধতির বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হল মালদহে। নতুন শিক্ষানীতি অনুযায়ী এখন থেকে স্কুলস্তরের পড়ুয়াদের শুধুমাত্র নম্বরভিত্তিক অগ্রগতি বিচার্য হবে না। বরং দেখা হবে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাঁদের ব্যবহার, আচার-আচরণ, খেলাধুলা, মানসিকতা প্রভৃতি বিভিন্ন বিষয়ের উন্নয়ন। নতুন এই হলিস্টিক রিপোর্ট কার্ডের কার্যকারিতা কি হবে এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সচেতন করতে মালদহে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের উদ্যোগে কর্মশালা হল মঙ্গলবার। মালদা কলেজ অডিটোরিয়ামে সানাউল্লা মঞ্চে এই কর্মশালায় উপস্থিত ছিলেন মালদার অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক বিশ্বজিৎ দাস, মালদহের মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্যরা। জেলার পাঁচশোর বেশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকরা এই কর্মশালায় যোগ দেন।
Home রাজ্য উত্তর বাংলা স্কুলে স্কুলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন মূল্যায়ন পদ্ধতির বিষয়ে কর্মশালা...