হাইকোর্টের নির্দেশে PWD-র জায়গায় তৈরি হওয়া বাড়ি উচ্ছেদ অভিযানে নামলো প্রশাসন।

0
17

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: – হাইকোর্টের নির্দেশে PWD-র জায়গায় তৈরি হওয়া বাড়ি উচ্ছেদ অভিযানে নামলো প্রশাসন। বুধবার গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া কোরিয়াল এলাকায় PWD ও NH অথরেটির যৌথ উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতে চলে এদিনের এই উচ্ছেদ অভিযান।এদিন বাড়ি উচ্ছেদ অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশবাহিনী। এদিন এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়ে বাড়িছাড়া মানুষজন। জেসিবি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান মহিলা ও বাচ্চারা।

দীর্ঘক্ষণ মহিলা ও বাচ্চাদের বিক্ষোভের জেরে পিছু হাটে প্রশাসনিক কর্তারা। বাড়ি ছেড়ে দেওয়ার জন্য প্রশাসনের তরফে বেঁধে দেওয়া হয় ৩ মাস সময়।

 

জানা গেছে ওই এলাকার বাসিন্দা দীপঙ্কর রায়।কোরিয়াল এলাকায় ৫১২নং জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প তৈরির লাইসেন্স পান।এরপর 512নং জাতীয় সড়কের ধারে PWD-র জায়গা লিজ নেন ভারত পেট্রোলিয়াম।এদিকে ওই এলাকায় PWD-র জায়গায় বেশকিছু বাড়িঘর থাকায় পেট্টোল পাম্প তৈরি করতে সমস্যায় পরে দীপঙ্কর রায়।এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন তিনি। এই ঘটনায় উভয় পক্ষের তরফ কোর্টে মামলা করা হয়।তারপরেও এই ঘটনার কোনো সুরাহা না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন পেট্রোল পাম্পের মালিক দীপঙ্কর রায়।এদিকে হাইকোর্টের তরফে দীর্ঘদিন আগে ওই এলাকার বাড়ি উচ্ছেদের নির্দেশ দেওয়া হলেও বাড়িঘর উচ্ছেদ না হওয়ায় পুনরায় হাইকোর্টের দ্বারস্থ দীপঙ্কর বাবু।অবশেষে পুনরায় হাইকোর্টের তফফে বাড়িঘর উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়।হাইকোর্টের নির্দেশে বুধবার ওই এলাকার ১৪টি বাড়িঘর উচ্ছেদের উদ্দেশ্যে জমায়েত হন প্রশাসনিক কর্মকর্তারা। তবে বাড়িঘর উচ্ছেদ করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় প্রশাসনিক কর্তাদের। যার কারণে ফের ৩মাস সময় দেওয়া হয় গ্রামবাদীদের।