হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ভীমপুর BOP এলাকায় আজ ২৪ হাজার ১৬০ টাকা আশি পয়সা দ্রব্য বাজেয়াপ্ত করল বিএসএফ।

0
11

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ভীমপুর বিওপি এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিল ৯০ বোতল
ফেয়ারডিল উদ্ধার করল বিএসএফ । তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি BSF. অন্যদিকে পুরো ঘটনার উপর করা নজর রাখছে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের কর্তব্যরত জোয়ানরা বলে সূত্র মারফত খবর। ৯০ বোতল ফেয়ারডিল যার আনুমানিক বাজার মূল্য ১৫,১২০ টাকা। ৪০ বছর ফেনসিডিল যার আনুমানিক বাজার মূল্য ৯ হাজার ৪০ টাকা ৮০ পয়সা। সর্বমোট ২৪ হাজার ১৬০ টাকা ৮০ পয়সা মূল্যের মাদক বাজেয়াপ্ত করেছে BSF. এই ঘটনায় বিএসএফের প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন স্তরের জনগণ।