আবাস যোজনার বাড়ি ফিরালেন তৃণমূলের পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েত গোর্বধনপুর সংসদের পঞ্চায়েত সদস্য।

0
20

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- যেখানে আবাস যোজনা নিয়ে যেখানে ভুরিভুরি দূর্নিতির অভিযোগ এই রাজ্যের বিরুদ্ধে ,সেই জায়গায় দাঁড়িয়ে আবাস যোজনার বাড়ি ফিরালেন তৃণমূল পঞ্চায়েত সদস্য অমর মান্না।পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েত গোর্বধনপুর সংসদের পঞ্চায়েত সদস্য অমর মান্না আবাস যোজনা নাম বাথ দেওয়ার আবেদন নিয়ে পটাশপুর ২ ব্লকের বিডিও কে একটি চিঠি লেখেন। এই তৎপরতা এখন এলাকায় দারুণ চর্চার বিষয় হয়ে উঠেছে।