প্রায় দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা রেল যাত্রী।

0
15

নিজস্ব সংবাদদাতা, মালদা:- প্রায় দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা রেল যাত্রী। ডাউন কামাখ্যা পুরী এক্সপ্রেস থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে মালদা জিআরপি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ট্রেনটি মালদা টাউন স্টেশন পৌঁছালে তল্লাশি চালায় মালদা জিআরপি থানার পুলিশ। সেই সময় জেনারেল কামরা থেকে অভিযুক্তকে আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। অভিযুক্তের সঙ্গে পাঁচ বছরের একটি শিশু ছিল। মহিলার সাইড ব্যাগের মধ্যেই মজুদ ছিল ব্রাউন সুগারের প্যাকেট। মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম, সামিনা খাতুন। স্বামী হজরত আলি। স্বামী পেশায় দিনমজুর। জানা গিয়েছে মহিলা কামাখ্যা থেকে নিউ ফারাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিল। মহিলার বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকায়। কামাক্ষা থেকে ব্রাউন সুগারের প্যাকেট ফারাক্কায় নিয়ে যাচ্ছিল অভিযুক্ত মহিলা এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্ত মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫৯৪ ব্রাউন সুগার। আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ৪০ লক্ষ টাকা। অভিযুক্ত মহিলাকে শনিবার মালদহ জেলা আদালতের পেশ করে পুলিশি হেফাজতে নিবে জিআরপি থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে তদন্তে শুরু করেছে পুলিশ। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।