বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর মৌলবাদীদের আক্রমণের প্রতিবাদে খড়গপুর শহরে প্রতিবাদ মিছিল CPI(M) র ।

0
14

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলাদেশী সংখ্যালঘু হিন্দুদের উপর মৌলবাদীদের আক্রমণের প্রতিবাদে প্রতিবাদের ঝড় গোটা দেশ জুড়ে, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ইন্দা এলাকায় সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে ইন্দা বাজার এলাকা থেকে শুরু করে পুরাতন বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়, এইদিন এই মিছিলে কয়েকশো সিপিআইএম কর্মী সমর্থক পা মিলিয়েছিলেন, এই দিন উপস্থিত ছিলেন সবুজ ঘোড়াই, শেখ কামারুজ্জামান সহ অন্যান্য সিপিআইএমের নেতাকর্মীরা।