রেললাইনে পাশে এক হাতি, দেখতে পেয়ে জরুরিকালীন ব্রেক কষলেন চালক।

0
10

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ডুয়ার্স রুটে মাঝেমধ্যেই ট্রেন চালকেরা ট্রেন দাঁড় করিয়ে হাতিদের প্রাণ বাঁচান। এমনিতেই ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করে। তার পরেও মাঝেমধ্যে জঙ্গল এলাকায় ট্রেনের কাছাকাছি চলে আসে হাতি। এরকমই ঘটনা ফের ঘটল।রেললাইনে পাশে এক হাতি। তা দেখতে পেয়ে জরুরিকালীন ব্রেক কষলেন চালক। এই ভাবেই বন্যপ্রাণীটির প্রাণ রক্ষা করলেন বামনহাট শিলিগুড়ি জংশন ইন্টারসিটি একক্সপ্রেসর দুই চালক।ঘটনাটি ঘটে রাজাভাতখাওয়া ও কালচিনি স্টেশনের মাঝে।পরে ওই হাতিটি চলে গেলে আবার গন্তব্যস্থলে রওনা হয় ট্রেন।