ঘন কুয়াশার চাদরে ঢাকল ফালাকাটা ব্লকের প্রায় সব প্রান্ত।

0
11

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ঘন কুয়াশার চাদরে ঢাকল ফালাকাটা ব্লকের প্রায় সব প্রান্ত। শনিবার সকাল থেকেই কুয়াশার পাশাপাশি কনকনে ঠাণ্ডা অনুভূত হয়েছে গোটা ব্লক জুড়ে। ঘন কুয়াশা দেখে শীতের আমেজ জাঁকিয়ে বসেছে স্থানীয়দের মনে। কুয়াশার কারনে রাস্তায় যানবাহন অন্যদিনের তুলনায় অনেকটা কম ছিল। সকালবেলায় যারা বিভিন্ন কাজের তাগিদে বাড়ির বাইরে বেড়িয়েছেন, তাদের চায়ের দোকানে গরম চায়ে চুমুক দিতেও দেখা গিয়েছে। এদিন ঘন কুয়াশা পাশাপাশি কনকনে ঠাণ্ডা অনুভূত হয়েছে। এছাড়াও এদিন সকালে রাস্তায় যানাবাহনের সংখ‍্যও ছিল খুবই কম। ৩০ মিটার দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। দৃশ্যমানতা এতটাই কম যে সমস্ত গাড়ি লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে।