বিজেপি বিরোধী যে INDIA জোট তৈরি হয়েছে তাতে কংগ্রেস ভালো কাজ করছে না, হলদিয়া থেকে মন্তব্য করলেন কুনাল ঘোষ ।

0
15

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপি বিরোধী যে INDIA জোট তৈরি হয়েছে তাতে কংগ্রেস ভালো কাজ করছে না, এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া তে ক্ষুদিরাম মেলায় এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,INDIA জোট তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পরাস্ত করতে, তাতে সমস্ত আঞ্চলিক দল থেকে শুরু করে রাজ্যভিত্তিক দলগুলি ভালো কাজ করছে, সেখানে কংগ্রেস ভালো কাজ করতে পারছেন না, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ফের একবার সেই মন্তব্য তুলে ধরলেন কুনাল ঘোষ, তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কোন পদের জন্য এই জোট তৈরি করেননি, যদি কখনো এই জোটে সমস্যা হয় তাহলে এ রাজ্যে বসে সেই সমস্যা সমাধান করে দেবেন, তবে এই জোটের যারা নেতা-নেত্রী রয়েছেন তারা যদি চান মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে আনার তাহলে খুব ভালো কথা, তিনি আরো বলেন বাংলায় যদি তৃণমূল বিজেপিকে রুখে দিতে পারেন এবং ঝাড়খন্ডে মুক্তি মোর্চা যদি রুখে দিতে পারেন, মহারাষ্ট্র ও হরিয়ানাতে বিজেপিকে রুখার জন্য কোন দায়িত্বে রয়েছেন কংগ্রেস সেখানে তারা বিফলে যাচ্ছেন কেন, এমনটাই প্রশ্ন তুললেন তিনি, বাংলাতে বা ঝাড়খন্ডে যেই রাজনৈতিক লড়াই চলছে সেই লড়াইতে বিজেপি পরাস্ত হচ্ছে যেখানে বিজেপি পরাস্ত করার মূল দায়িত্ব রয়েছে কংগ্রেস সেখানে তারা বিফলে যাচ্ছেন, অন্যদিকে রাজ্যসভার মুখপাত্র হিসেবে নাম ঘোষণা হয়েছে সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন কুনাল ঘোষ, তিনি বলেন রাজ্যসভায় ওনার পারফরমেন্স সবথেকে ভালো, পাশাপাশি সাংগঠনিক বিষয়ে নিয়োগ একাধিক মন্তব্য করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সুনাম করলেন কুনাল ঘোষ।