পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্বাস্থ্যই সম্পদ,এই বার্তাকে সামনে রেখে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিদ্যাসাগর মঞ্চে চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের (The Mission Hospital) সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়,যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা,জানা গিয়েছে এই দিন প্রায় তিন শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যের তাদের স্বাস্থ্য পরীক্ষা করান, চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়প্রকাশ লোধা জানিয়েছেন আমরা আমাদের শরীরের বিভিন্ন রোগের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে যে টাকা বাইরে ব্যয় করি তাতে অনেক সময় দেখা যায় সেই সমস্যা সমাধান হয়নি, সেই ক্ষেত্রে এই হাসপাতালে (The Mission Hospital) চিকিৎসা করালে স্বল্প খরচে সেই রোগ নিরাময় করা যাবে, এছাড়াও এই দিন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেবাশীষ মুলা,গোরাচাঁদ দে সহ অন্যান্য ব্যবসায়ী সমিতির সদস্যরা, পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,পঞ্চায়েত সমিতির সদস্য দোলন হাজরা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
Home রাজ্য দক্ষিণ বাংলা স্বাস্থ্যই সম্পদ এই বার্তা’কে সামনে রেখে চন্দ্রকোনারোডে ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং...