পঞ্চায়েত দপ্তরের অস্থায়ী মহিলা কর্মীর সাথে পরকীয়া গ্রাম পঞ্চায়েত সচিবের।

0
70

নিজস্ব সংবাদদাতা, মালদা– –-পঞ্চায়েত দপ্তরের অস্থায়ী মহিলা কর্মীর সাথে পরকীয়া গ্রাম পঞ্চায়েত সচিবের। তা ঘিরে বিবাদ চরম পর্যায়ে।আর সেই বিবাদের মীমাংসা বসলো তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে। আর সেই সালিশি সভায় পঞ্চায়েত সচিবের দাদাগিরি আগ্নেয়াস্ত্র হাতে । সিসিটিভি ক্যামেরায় ধরা পরল সেই ছবি। ভাঙচুর করা হলো বাড়ি ও গাড়ি বাড়িতে ইট পাটকেল ছাড়া হয় । মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের সালাইডাঙ্গা এলাকার ঘটনা। সালিশি সভা বসে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য রাজিব মন্ডলের বাড়িতে রবিবার রাত্রে পঞ্চায়েত সচিব সুদীপ্ত সিনহার পরকীয়া প্রেমের বিবাদের জন্য সালিশি সভা বসানো হয়।। আর সেই সালিশি সভায় দুই পক্ষের মধ্যে শুরু হয় বাক বিতন্ডা শুরু হয় । এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। ঠিক সেই সময় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিব আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি শুরু করে।এর মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতার, পঞ্চায়েত সদস্য রাজিব মন্ডলের, একটি গাড়ি এবং বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা ও তৃণমূল কংগ্রেস নেতা রাজিব মন্ডলের অভিযোগ, প্রেম গঠিত একটি বিষয় নিয়ে মীমাংসা ডাকা হয়েছিল তার বাড়িতে। কিন্তু কোন সালেসি সভা বসেনি। মীমাংসা শেষ হবার পর হঠাৎই স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য পীযুষ মণ্ডলের নেতৃত্বে দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালাই। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মন্ডল। তার পাল্টা দাবি এই রাজিব মন্ডল প্রধানের স্বাক্ষর জাল করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এই নিয়ে তিনি অভিযোগ করায় তাকে মিথ্যা করে ফাঁসানো হচ্ছে। তবে যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিব সুদীপ্ত সিনহা।ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এই ঘটনা নিয়ন্ত্রণ আনতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।