মহিষাদল-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পুঁজিবাদী রাষ্ট্র শক্তির প্রভাবে সমাজে ঘটে চলেছে অবক্ষয়। আর অনুগামী শাসক শ্রেণী সচেষ্ট সাংস্কৃতিক ক্ষেত্রকে নিজেদের আয়ত্বে রেখে মানুষের মধ্যে অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটাতে।
সামাজিক এই প্রেক্ষাপটে পঃ বঃ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির মুখপত্র “প্রবীন কন্ঠ” এর ৩০ তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে সমিতির হলদিয়া মহকুমা কমিটির আহ্বানে ইং০৮/১২/২০২৪ তাং রবিবার ৩২০ জন সদস্য সদস্যা ও পরিবার – পরিজনের উপস্থিতিতে মহিষাদল রাজবাড়ী প্রাঙ্গনে আম বাগানে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলার কর্মসূচী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহকুমা সভাপতি অপূর্ব কুমার মাইতি ও সহ সভাপতি দুলাল চন্দ্র খাঁড়া’কে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, হলদিয়া মহকুমা সম্পাদক সুব্রত মাইতি। স্বাগত ভাষণ রাখেন মহকুমা সম্পাদক সনৎ কুমার দাস।
অনুষ্ঠানের উদ্দেশ্য তথা এই কর্মসূচীর তাৎপর্য্য বিষয়ে বক্তব্য রাখেন জেলার অন্যতম সহ সম্পাদক কালোবরন পট্টনায়ক।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহকুমা সম্পাদক সনৎ কুমার দাস ও যুগ্ম সম্পাদক রবীন্দ্রনাথ ভূঞ্যা এবং সহযোগীতা করেন মহকুমা সম্পাদক মন্ডলীর অন্যান্য সদস্যগন।