সোমবার সকালে ফের আলিপুরদুয়ারের মথুরা চা বাগান এলাকায় খাঁচাবন্দি হল চিতাবাঘ।

0
9

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোমবার সকালে ফের আলিপুরদুয়ারের মথুরা চা বাগান এলাকায় খাঁচাবন্দি হল চিতাবাঘ। এদিন চিতাবাঘ ধরা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান চিলাপাতা রেঞ্জের কর্মীরা। তাঁরা চিতাবাঘটিকে উদ্ধার করেন। চিতাবাঘটিকে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেওয়া হল বলে বন দপ্তরের সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, চিতাবাঘটি ধরা পড়ায় এতদিনের আতঙ্ক কাটল। তবে আরও চিতাবাঘ রয়েছে কি না সেই সন্দেহও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিন চিতাবাঘ দেখতে বহু মানুষের ভিড় হয় এলাকায়।