নিজস্ব সংবাদদাতা, মালদা—অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার গঙ্গার নদীর জল থেকে।শুক্রবার জমিতে কাজ করার সময় স্থানীয় বাসিন্দারা হঠাৎ গঙ্গা নদীর তীরে ভাসতে দেখে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। নজরে আসে মানিকচক থানায় খবর দিলে ঘটনা স্থলে ছুটে আছে মানিকচক থানার পুলিশ। গঙ্গা নদীতে ভাসমান এক মৃতদেহ উদ্ধার,খবর চাউর হতেই এলাকাবাসীরা ভিড় জমাতে থাকে ঘাটের ধারে । এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের রুস্তমপুর ঘাট সংলগ্ন এলাকায়।এলাকার ও পুলিশ সূত্রে, জানা গিয়েছে শুক্রবার সকালে ওই এলাকার মানুষজন রুস্তমপুর ঘাট সংলগ্ন এলাকায় জমিতে কাজ করতে গেলে হঠাৎ গঙ্গার জলে কিছু ভাসতে দেখে,কাছে যেতেই।ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে এক মানুষের মৃতদেহ। স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেই মানিকচক থানায়। মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে বলে খবর। যদিও খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্তে মানিকচক থানার পুলিশ।