খড়ের পালায় আগুন অল্পের জন্য রক্ষা পেল বেশ কিছু বাড়ি।

0
13

নিজস্ব সংবাদদাতা, মালদা—খড়ের পালায় আগুন অল্পের জন্য রক্ষা পেল বেশ কিছু বাড়ি গাজোল ৯ ডিসেম্বর খড়ের পালায় আগুন অল্পের জন্য রক্ষা পেল বেশ কিছু বাড়ি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গাজোলের আহোড়া ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে ঠেসারে ধান মারার সময় বিপত্তি ঘটে। আহরার এক কৃষক ঈশ্বর দাস ট্রেসারের মাধ্যমে তার বাড়ির সামনে ধান মারছিলেন। যেখানে খড় পড়ছিল তার পাশে খড়ের পালা ছিল ও পাশে ঘর ছিল।তার উপর দিয়ে ইলেকট্রিক তার চলে যায় কিভাবে ইলেকট্রিক তার থেকে আগুন লেগে যায় খড়ের গাদায়। আগুন ধাও ধাও করে জ্বলে ওঠে। আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে আসেন এলাকাবাসীদের সহযোগিতায় আগুন আয়ত্তে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনা ছলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। ছুটে আসেন ইলেকট্রিক দপ্তরের কর্মীরা। বিদ্যুৎ সংযোগ বন্ধ করা ছিল। ইলেকট্রিকের তার পড়ে যায় মাটিতে। ইলেকট্রিক দপ্তরে কর্মীরা তার জোড়া লাগিয়ে ইলেকট্রিক স্বাভাবিক করেন। এলাকাবাসী ছুটে না আসলে আশেপাশের বাড়িগুলো পুড়ে ছাই হয়ে যেত এলাকাবাসীদের জন্য রক্ষা পেল স্থানীয় ঘরবাড়ি।