গাজোল ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজোল ব্লক প্রাঙ্গনে গাজোল ব্লকের দশটি স্বনির্ভর গোষ্ঠী মহিলা দলের মধ্যে মোট ১০০ টি ছাগল বিতরণ করেন ।

0
12

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৬ ডিসেম্বর:– মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গাজোল প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ও গাজোল ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজোল ব্লক প্রাঙ্গনে গাজোল ব্লকের দশটি স্বনির্ভর গোষ্ঠী মহিলা দলের মধ্যে মোট ১০০ টি ছাগল বিতরণ করেন । প্রত্যেকটা দলকে দশটা করে ছাগল তুলে দেওয়া হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজোল, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, গাজোল পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতি কর্মদক্ষ মহবুল আলম, গাজোল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বি এল ডি ও ডক্টর শান্তনু পান্ডা, ডক্টর পাপিয়া বিশ্বাস , ডক্টর গৌড় সুন্দর চন্দ্র সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।