নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার ফালাকাটা ব্লকের জটেশ্বর হেদায়েতনগর সমতা কেন্দ্রের ২৭ তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হলো। এদিন সকালে প্রভাতফেরী ও পতাকা উত্তোলন এবং ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। এদিনের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন যুগ্ম সচিব ডঃ অমল কান্তি রায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডঃ গিরিন্দ্র নারায়ণ রায়, জলপাইগুড়ির বিশিষ্ট সমাজ কর্মী অমল রায় ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল, বিশিষ্ট কবি জগদীশ অশোয়ার, সমতা কেন্দ্রের সম্পাদক করুণা কান্ত রায়, প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির সম্পাদক অনিমেষ রায় প্রমুখ। জানা গিয়েছে, এদিন দুপুরে সমতাবাদী যুগলকিশোর রায়বীর এর ভাবাদর্শ নিয়ে একটি বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সমতা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এছাড়া কোচবিহার জেলার তুফানগঞ্জের বাঁশিনাথ ডাকুয়ার কুষাণ যাত্রাপালা অনুষ্ঠিত হবে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফালাকাটা ব্লকের জটেশ্বর হেদায়েতনগর সমতা কেন্দ্রের ২৭ তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন অনুষ্ঠানের...