বনদপ্তরের জমিতে অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল বনদপ্তর।

0
13

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বনদপ্তরের জমিতে অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল বনদপ্তর। আলিপুরদুয়ার জেলার গরমবস্তি এলাকায় বনদপ্তরের জমি দখল করে অবৈধ ভাবে তৈরি হয়েছিল একটি শোরুম।শুক্রবার সাত সকালে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযানে নামে বক্সা ব্যাঘ্র প্রকল্প বনবিভাগের আধিকারিক ও বনকর্মীরা। এদিন জেসিবি দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ওই শোরুমটি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী।উপস্থিত ছিলেন বনদপ্তরের আধিকারিকরা।