নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ডিসেম্বরের সকাল মানেই ঘন কুয়াশা। সঙ্গে হাড়কাঁপানো ঠান্ডা। চলতি বছর ডিসেম্বর মাস পড়ে গেলেও ঠান্ডা সেভাবে অনুভব হয়নি। তবে মঙ্গলবার চিত্র একেবারেই আলাদা। সকাল থেকেই কনকনে ঠান্ডা অনুভব এবং ঘন কুয়াশার চাদরে ঢাকল ফালাকাটা। এদিন সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে সংশ্লিষ্ট ব্লকের একাধিক এলাকা।এদিন সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। দিনের বেলাতেই ফালাকাটা শহরের বেশ কিছু এলাকায় বাসিন্দাদের আগুন পোহাতে দেখা গিয়েছে।