নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কমিউনিটি টয়লেটের দাবিতে সরব স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনাটি আলিপুরদুয়ারের ফালাকাাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিন দেওগাঁও দোকানের পাড় এলাকার। ব্যবসায়ীদের দাবি, দিনদিন বাজারের পরিধি বৃদ্ধি ঘটায় ক্রেতার পরিমাণ বৃদ্ধি ঘটেছে।প্রতিদিন বাজার বসায় বহু বহিরাগত মানুষ এলাকায় আসেন।ফলে প্রতিদিন সন্ধ্যা হলে জমজমাট বাজার বসে। ফলে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য কোন ব্যবস্থা না থাকায় কমিউনিটি টয়লেটের দাবিতে সোচ্চার হচ্ছেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ী মাহমদুল হক জানান, বাজারে কমিউনিটি টয়লেট না থাকায় সমস্যার সম্মুখীন হতে হয়।পাশাপাশি বাইরের থেকে বাজার করতে আসা ক্রেতা সহ সাধারণ মানুষেরও সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানান তিনি। পঞ্চায়েতের মাধ্যমে আবেদন করা হলেও এখনো কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি।গ্রাম পঞ্চায়েতের তরফে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।