ছাগল বাঁচাতে গিয়ে গর্তে পড়ে গেল হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিওর চার চাকা গাড়ি।

0
8

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- ছাগল বাঁচাতে গিয়ে গর্তে পড়ে গেল হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিওর চার চাকা গাড়ি। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেল একটা নাগাদ হরিশ্চন্দ্রপুর গামী ৩১ নং জাতীয় সড়কে গাঙ্গনদীয়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না। চালকের সে রকম ক্ষয়ক্ষতি হয়নি।গাড়ির সামনের কাচ ভেঙে গিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। আর্থমুভার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয়। চালক পরিমল কুমার দাস বলেন, হরিশ্চন্দ্রপুর থেকে তুলসীহাটা পেট্রোল পাম্পে তেল ভর্তে যাচ্ছিলাম। গাঙ্গনদীয়া এলাকায় দুটি ছাগল গাড়ির সামনে চলে আসে। ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গর্তে পড়ে গেল।