নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জমি সংক্রান্ত দুর্নীতি বন্ধ করার দাবিতে বিক্ষোভ কংগ্রেসের। বুধবার ফালাকাটা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ফালাকাটার বিডিও এবং ফালাকাটার বিএলআরও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সহ-সভাপতি তথা ফালাকাটা ব্লক কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার ছিলেন সহ-সভাপতি আনোয়ার হোসেন ও জহর লাল আচার্য, দেওগাঁও অঞ্চল সভাপতি মনসুর আলী, কংগ্রেস নেতা সন্দীপ বোস প্রমুখ।