টাকা পেয়েও কাজ শুরু করেনি সে সমস্ত উপভোক্তার বাড়ি পরিদর্শন করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি চেয়ারম্যানের।

0
12

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ :-আবাস যোজনার টাকা পেয়েও কাজ শুরু করেনি সে সমস্ত উপভোক্তার বাড়ি পরিদর্শন করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি চেয়ারম্যানের।
গত শুক্রবার ২৫ নম্বর ওয়ার্ড পরিদর্শনের পর এদিন মঙ্গলবার তিনি ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের আবাস যোজনার কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এদিন বালুরঘাট পৌরসভার ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডে এমনই বেশ কিছু বাড়ি পরিদর্শন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপভোক্তাদের বাড়ি পরিদর্শনে পাশাপাশি, টাকা পেয়েও যারা আবাস যোজনার কাজ শুরু করেন নি, তাদের সাত দিনের মধ্যে বাড়ি তৈরীর কাজ শুরু করবার নির্দেশ দেন। সাত দিনের মধ্যে কাজ শুরু না করলে, সেই আবাস যোজনার টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন চেয়ারম্যান। নচেৎ, সাত দিন পর এই সমস্ত উপভোক্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে পৌরসভা বলে হুঁশিয়ারি দেন চেয়ারম্যান।