নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, ১১ই ডিসেম্বর: – দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম অফিসিয়াল সিএবি অবজারভার নিযুক্ত হলো বালুরঘাটের দুজন। বালুরঘাটের রাজা সিংহ ও রাজু মোহন্ত এই সুযোগ পেয়েছেন। তারা মূলত সিএবির খেলার আগে মাঠের পরিস্থিতি, খেলার সরঞ্জামের অবস্থা, দুটি দলের উপস্থিতি সহ একাধিক বিষয় পর্যবেক্ষণ করবেন। গত সেপ্টেম্বর মাসে ইডেন গার্ডেনের ইনডোর কোচিং সেন্টার লাগোয়া কনফারেন্স হলে আয়োজিত পরীক্ষায় পাস করে ওই দুজন সিএবি অবজারভার হয়েছেন। আগামী ১১ ডিসেম্বর তাদের প্রশিক্ষণ কর্মশালা রয়েছে। আগামীতে তারা রাজ্যের যেকোনো জায়গায় পর্যবেক্ষক হিসেবে যাবেন। পাশাপাশি, যেসব খেলোয়াড় ভালো পারফরম্যান্স করছেন।তাদের তুলে আনার দায়িত্বও তাদের কাঁধে থাকবে।
Home রাজ্য উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম অফিসিয়াল সিএবি অবজারভার নিযুক্ত হলো বালুরঘাটের দুজন।