বজরংবলী মন্দিরে বাৎসরিক পূজার আয়োজন।

0
9

নিজস্ব সংবাদদাতা, মালদা,১০ ডিসেম্বর :-  বজরংবলী মন্দিরে বাৎসরিক পূজার আয়োজন। পুজোর পাশাপাশি ভক্তদের মধ্যে অন্ন প্রসাদ বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল থেকে দুই নম্বর ওয়ার্ডের রামনগর নতুন পাড়া এলাকায় বজরংবলী মন্দিরে পূজার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ পূজা উদ্যোক্তা এবং এলাকার মানুষ। গত দশ বছর ধরে রামনগর নতুন পাড়া এলাকায় বজরংবলী মন্দিরে পুজোর আয়োজন করেন স্থানীয়রা। এদিন বাৎসরিক পূজা উপলক্ষে হাজারো ভক্তদের মধ্যে অন্ন প্রসাদ বিতরণ করা হয় বলে জানান, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা।