মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এক যুবক।

0
6

নিজস্ব সংবাদদাতা, মালদা, 10 ডিসেম্বর– মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এক যুবক।এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তুলসী ডাঙ্গা এলাকায়।জানা গিয়েছে পথ দুর্ঘটনায় মৃত ওই যুবকের নাম বুদ্ধ সাহা বয়স ৩২,বাড়ি গাজোল তুলসী ডাঙ্গা এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার গভীর রাত্রি একটা নাগাদ ঘন কুয়াশা জেরে বাইক নিয়ে পড়ে গিয়ে এমনই বিপত্তি ঘটে গাজোল স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন ৫১২ নং জাতীয় সড়কের উপর।এরপর স্থানীয়দের নজরে পড়তেই তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যান গাজোল স্টেট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত্যু বলে ঘোষণা করেন। এরপর ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজোল থানার পুলিশ মালদা জেলা মেডিক্যাল কলেজের হাসপাতালে পাঠান ।