নিজস্ব সংবাদদাতা, মালদা:- শিল্পস্থাপনে গতি আনতে গৌড়বঙ্গের তিন জেলার শিল্পদ্যোগীদের নিয়ে শনিবার মালদা কলেজ অডিটোরিয়াম শুরু হল সিনার্জি-২০২৪।মালদা সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় শিল্প সম্ভাবনাকে উৎসাহিত করতে রাজ্য সরকারের উদ্যোগে মালদহে অনুষ্ঠিত হলো সিনার্জি এন্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ। মালদা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে এই সিনার্জি-র আয়োজন করা হয়। উত্তরবঙ্গের দুই জেলায় এবার সিনার্জি-র ব্যবস্থা করা হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলন করে সিনার্জি- ২০২৪ এর উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্রশিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ব্যবসায়ী ও শিল্পদ্যোগীদের সামনে শিল্পের অনুকূল পরিস্থিতি তুলে ধরা এবং বিনিয়োগের বার্তা দিতেই এই কনক্লেভের আয়োজন। শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। মধ্যবঙ্গের তিন জেলার সভাধিপতি, জেলাশাসক, একাধিক বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান বিভিন্নস্তরের জনপ্রতিনিধি এবং শিল্পদোগীরা উপস্থিত ছিলেন।
এদিন বিভিন্ন বিনিয়োগকারীদের সামনে এই তিন জেলায় কোথায় কি রকম সুবিধে রয়েছে এবং রাজ্য সরকার শিল্পস্থাপনের জন্য কি ধরনের সহায়ক সহযোগিতার ব্যবসায়ীদের করতে পারে তা তুলে ধরা হয়। এই শিল্প সম্মেলনের ফলে এই জেলাগুলিতে শিল্প সম্ভাবনা ও বিনিয়োগ আরও বাড়বে বলে আশাপ্রকাশ করা হয়।
Home রাজ্য উত্তর বাংলা শিল্পস্থাপনে গতি আনতে গৌড়বঙ্গের তিন জেলার শিল্পদ্যোগীদের নিয়ে শনিবার মালদা কলেজ অডিটোরিয়াম...