১৪ বিঘা সরকারি জমি জবরদখল উচ্ছেদ করলো প্রশাসন।

0
12

নিজস্ব সংবাদদাতা, মালদা—১৪ বিঘা সরকারি জমি জবরদখল উচ্ছেদ করলো প্রশাসন। জেলা জুড়ে জমি মাফিয়া দের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ মালদা জেলা প্রশাসনের। মালদার ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোল্লা টোলা এলাকার ঘটনা। অভিযোগ এখানে ১৪ বিঘার একটি সরকারি জমি রয়েছে।। সেই জমি দখল করেছিলো কিছু জমি মাফিয়া। তড়িঘড়ি খবর পেয়ে মহকুমা শাসক সদর পঙ্কজ তামাং এর নেতৃত্বে ইংরেজবাজার থানার পুলিশ ও জেলা প্রশাসনিক কর্মীরা গিয়ে জমিটি দখল মুক্ত করে।
মহকুমা শাসক জানিয়েছেন, জেলাশাসকের কাছে অভিযোগ আসে জমি দখল হয়েছে। এটি ১৪ বিঘা সরকারি জমি ছিল। জেলা শাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে আমরা জমিটি দখলমুক্ত করেছি। কারা এই জমি জবর দখলের সাথে যুক্ত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।।
এই ঘটনা দিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।বিজেপির অভিযোগ শাসকদরের প্রচ্ছন্ন মদতে জমি দখল হয়েছে। গোটা বিষয়টি জানাজানি হলে তখন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।
পাল্টা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দুলাল সরকার বলেন এই সরকারের প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। বিজেপির কাজ শুধু অভিযোগ করা।