১৪ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে নিকাশি নালার কাজ শুরু হল বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডে।

0
6

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ১৪ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে নিকাশি নালার কাজ শুরু হল বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডে। হাতে নেওয়া মোট ১২ টি ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে ধাপে ধাপে। বুধবার ২৫ নম্বর ওয়ার্ডের বাঘা যোতীন কলোনীর নট্ট পাড়ায় এই কাজের সূচনা করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রলয় সরকার সহ অনান্যরা। পুরসভা সূত্রে খবর, বালুরঘাট শহর গঠিত ২৫ টি ওয়ার্ড নিয়ে। এরমধ্যে শেষ প্রান্তে থাকা এই ওয়ার্ডে উন্নয়নে কিছুটা খামতি রয়েছে। যা নজরে এসেছে বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষর। নিকাশি সমস্যা রয়েছে এমন ১২ টি ওয়ার্ডকে চিহ্নিত করা হয়েছিল আগেই। এই ওয়ার্ডগুলির নিকাশি নালা তৈরিতে ১ কোটি ৭৯ লক্ষ টাকা বরাদ্দ হয়। সেগুলি ওয়ার্ক অর্ডার, টেন্ডার প্রক্রিয়া সমাপ্ত করে কাজের সূচনা করা হল। প্রথমেই হাতে নেওয়া হল এই ওয়ার্ডের মিকাশি নালা নির্মানের কাজ।