ডিসেম্বরের চলতি সপ্তাহ থেকে গাজোল ব্লক ক্যাম্পাসে ক্ষুদ্র, ছোট ও মাঝারি বস্ত্র দপ্তরের ক্যাম্প হচ্ছে।

0
10

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৩ ডিসেম্বর :- ডিসেম্বরের চলতি সপ্তাহ থেকে গাজোল ব্লক ক্যাম্পাসে ক্ষুদ্র, ছোট ও মাঝারি বস্ত্র দপ্তরের ক্যাম্প হচ্ছে। সেখানে মানুষ অংশ নিচ্ছে। শুক্রবার বিকেল ৫ টা নাগাদ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপভোক্তাদের একাধিক সুবিধা প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ অন্যান্যরা। জানা গিয়েছে , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এমন কর্মসূচি। গ্রামীণ এলাকার মানুষ আগে এমন দপ্তরের সুবিধা বিষয়ে অবগত ছিলেন না।। এদিন কৃষকদের ভুট্টা, ছোলা বীজ সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে। এদিন পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় ৬০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আলমারি প্রদান করা হয়েছে। মানুষ খুব খুশি।