নিজের রাইফেল থেকে গুলিবিদ্ধ এক বিএসএফ জ‌ওয়ান।

0
8

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নিজের রাইফেল থেকে গুলিবিদ্ধ এক বিএসএফ জ‌ওয়ান। আজ সকালে হিলি সীমান্তের গোবিন্দপুর ফাঁড়ি এলাকায়। গুরুতর জখম রাহুল সিংহ নামে ওই জ‌ওয়ানকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়। তাকে রেফার করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুর সীমান্তে পাহারা দেওয়ার সময় অসাবধনতায় গুলি পেছনে কোমড়ের উপর দিয়ে পেটের সামনে দিয়ে ফুঁড়ে বেরিয়ে যায়। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”