বালুরঘাট কলেজে এক আমন্ত্রিত নাচের শিক্ষিকাকে অপমান করাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হল শুক্রবার।

0
13

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট কলেজে এক আমন্ত্রিত নাচের শিক্ষিকাকে অপমান করাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হল শুক্রবার। ঘটনার অভিযোগ জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এই নিয়ে ওই শিক্ষিকা সচেতনা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন বলে জানা গেছে।
নিগৃহিতা ঐ শিক্ষিকা বলেন যে তিনি আরজিকর কাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানিয়ে পথে নেমেছিলেন। আর এর পরিপ্রেক্ষিতেই আজকের এই ঘটনা ঘটেছে। তিনি বলেন যে তিনি বালুরঘাট কলেজের প্রাক্তন ছাত্রী এবং তাকে বালুরঘাট কলেজে বিচারকের ভূমিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি যখন তার কাজটা করছিলেন তখন কলেজের কিছু ছাত্র যাদেরকে তিনি ঠিক চিনতে পারেননি তারা তাকে নিগ্রহ করে। এই ঘটনায় ঐ শিক্ষিকা নিজেও ফেসবুক লাইভ করেছিলেন।
যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ বলেন, এই বিষয়টি তার জানা নেই। এটা বালুরঘাট কলেজের অধ্যক্ষ বা যারা এই বিষয়ে যুক্ত আছেন তারাই এই বিষয়ে বলতে পারবেন। তবে আমার ব্যক্তিগত মতামত হলো, ‘নাচের যোগ্যপ্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বাইরে থেকে কোন আমন্ত্রিত শিক্ষিকাকে আনাটা আমার মনে হয় ঠিক হয়নি।তবে এই বিষয়ে না জেনে আমি কোন মন্তব্য করছি না।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডুর এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।