নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-শীত নামতেই কলায়ের রুটি না হলে হয়।এদিন মালদহের হবিবপুর ব্লকের আইহো বাজারে সকাল থেকে দেখা গিয়েছে কলায়ের রুটির চাহিদা বারছে ।বৃহস্পতিবার সাত সকালে দেখা গিয়েছে শীতের আমেজে আইহো বাজারে, কলায়ের রুটি খেতে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ, কলায় রুটির সাথে দেওয়া হয়েছে বেশ মুখরচোক বেগুন পোড়া, ধনেপাতার চাটনি, কাসুন্দি, পেঁয়াজ লংকা বাটা,দিয়ে বেশ জম্পেশ করে সকাল সকাল কলায় রুটি খেতে দেখা গিয়েছে।কড়াইয়ে রুটি বিক্রেতা জানান সেভাবে লাভ না হলেও আর্থিক অভাবের কিছুটা সংসারের হাল ফেরাতে কাজ করতে হচ্ছে, প্রায় চার বছর ধরে এই কলায়ের রুটি বিক্রি করে সংসার চালাচ্ছেন।যদিও জিনিসের দামের সাথে সাথে সাথে রুটির দাম বেড়েছে দাঁড়িয়েছে ১৫ টাকা।
Home রাজ্য উত্তর বাংলা মালদহের হবিবপুর ব্লকের আইহো বাজারে সকাল থেকে দেখা গিয়েছে কলায়ের রুটির চাহিদা...