নিজস্ব সংবাদদাতা, মালদা:—-স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে গ্রামের প্রবেশের মূল রাস্তায় গাড ওয়াল নির্মাণের সূচনা করা হল। বৃহস্পতিবার বিকাল নাগাদ ফিতা কেটে গার্ড ওয়াল নির্মাণের সূচনা করলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মন্ডল। জানা গেছে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত রামনগর এলাকা বন্যা কবলিত। গ্রামের প্রবেশের মূল রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আর এই রাস্তা নির্মাণের জন্য জরুরি রয়েছে গার্ড ওয়াল। মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে আরসিসি গাড ওয়াল নির্মাণ করা হবে। স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে গাড ওয়াল নির্মাণের সূচনা করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন।
Home রাজ্য উত্তর বাংলা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে গ্রামের প্রবেশের মূল রাস্তায় গাড ওয়াল নির্মাণের...