নিজস্ব সংবাদদাতা, মালদা—- গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানা পুলিশ।ফের নিষিদ্ধ মাদক পাচার চক্রের পর্দাফাঁস করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। কয়েক লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার করল দুই মাদক পাচারকারীকে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই পাচারকারীর মধ্যে একজনের নাম নাজমুল হোসেন, বয়স ২২ বছর এবং অপরজনের নাম আতাউল সেখ, বয়স ৫৫ বছর। দুজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে তারা বৈষ্ণবনগর থানার নতুন শ্রীকোস্তি ধুরিটোলা মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ৪০৪ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা, জড়িত রয়েছ তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। এবং তদন্তের স্বার্থে শুক্রবার ধৃত দুজনকেই দশ দিনের পুলিশ হেপাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।
Home রাজ্য উত্তর বাংলা গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানা...