পণ্য বোঝাই লরির সঙ্গে পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ডাম্পার চালকের।

0
8

নিজস্ব সংবাদদাতা, মালদা—-পণ্য বোঝাই লরির সঙ্গে পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ডাম্পার চালকের। গুরুতর আহত হলেন লরি চালক। শুক্রবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড সংলগ্ন ১২নং জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন প্রথমে একটি ১৬ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের একটি লেনের ডিভাইডারে ধাক্কা মারে। যার জেরে ওই লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। তাই অপর একটি লেন দিয়ে উভয়মুখে যানবাহন চলাচল করতে থাকে। ওই সময় পণ্য বোঝাই একটি ১৬ চাকার লরির সঙ্গে পাথর বোঝাই একটি ডাম্পারের হঠাৎ করেই মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে লরি ও ডাম্পার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং এই সংঘর্ষে ডাম্পার এবং লরি চালক দুজনেই গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, মালদা থানার পুলিশ এবং স্থানীয় বাসীন্দারা ছুটে যান। তারা আহত দুই লরি চালককে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ডাম্পার চালকের মৃত্যু হয় বলে খবর। এদিকে এই ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানবাহন স্তব্ধ হয়ে পড়ে। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশ • মিলে দুর্ঘটনাগ্রস্ত লরি ও ডাম্পারকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানা গেছে।