ইসলামি রীতিতে কবর দেওয়ার আগে নতুন বস্ত্র পড়ানোর রীতিতে উদ্বুদ্ধ এস জেড রহমানের করুণাধদ্র স্টোরি কাফনখানি সরিয়ে।

0
12

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  এস জেড রহমান, বাড়ি বাঁকুড়ার ইন্দাসের প্রত্যন্ত অঞ্চল করিশুন্ডা এলাকায়। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস, শিক্ষিত যুবক-যুবতীরা যখন একটি চাকরির জন্য উদ্ভ্রান্তের মতো ঘুরছে তখন এস জেড রহমান সুরের সাধনায় নিজেকে দিয়েছে ডুবিয়ে। অবশ্য প্রথাগত গান শেখেনি কোনদিনই কিন্তু দীর্ঘ এক দশকের উপরেও তিনি গান লিখছেন, দিচ্ছেন সুর, আজকের তার নতুন গানে শুটিং কাফনখানি সরিয়ে।
এক বেদনাদ্র গল্পের উপর নির্ভর করে তৈরি হয়েছে এই গান, হিন্দুরীতিতে মৃত ব্যক্তির শব দেহের দাহ করা হয় কিন্তু ইসলামী রীতিতে মৃতদেহের হয় কবর কিন্তু এই কবর দেয়ার আগে একটি নতুন বস্ত্র পড়ানো হয়।
এস জেড রহমান গানের গল্প ঠিক এটাই, যদিও ব্যর্থ প্রেমের গল্পই তিনি বলেছেন গানের মধ্যে। ব্যর্থ প্রেম মানেই হয় প্রেমিক নয়তো প্রেমিকা নিজেদের মৃত বলেই মনে করে। ইসলামী নিয়মে মৃত ব্যক্তির শেষ যাত্রার পূর্বে নতুন বস্ত্র পড়ানোর যে করুন দৃশ্যপট সেই দৃশ্য পটকেই তুলে ধরেছেন এস জেড রহমান , যে গানের শুটিং হয় আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুরের রায়দিঘি পাড়ে।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে গান রচয়িতা এস জেড রহমান বলেন – হয়তো তিনি এই কর্মে পারদর্শী নয় কিংবা যোগ্যও নয় তবুও চেষ্টা করছেন, আগামী দিনের কি হবে তিনি জানেন না তবে যাই হোক এস জেড রহমানের আন্তরিকতা এবং চেষ্টা নিঃসন্দেহে একদিন সাফল্যের মুখ দেখবে এমনটাই আশা করছেন তার হিতাকাঙ্খীরা।