নিজস্ব সংবাদদাতা, হিলি, ১৪ ডিসেম্বর:- ঘোষণার পরও মিলছে না বিড়ি শ্রমিকদের বর্ধিত প্রাপ্য টাকা। বিষয়টি একাধিকবার লেবার কমিশনকে জানিয়েও হয়নি কোন লাভ। অবশেষে শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা এলাকায় অবস্থিত বিড়ি ফ্যাক্টরিতে বিক্ষোভ দেখালেন বিড়ি শ্রমিকরা। মতি বিড়ি, তিন তারা বিড়ি, নিত্য বিড়ি ফ্যাক্টরিতে বিক্ষোভ দেখান শতাধিক বিড়ি শ্রমিক। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্বরা। এদিকে শ্রমিকদের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তিনটি বিড়ি ফ্যাক্টরি সামনেই পুলিশ মোতায়েন ছিল। এদিকে বিড়ি মালিকদের দাবী তারা বর্ধিত টাকা সরকারি নির্দেশ অনুযায়ী দিয়ে আসছেন। এর পরেও যদি কোন কন্ট্রাক্টর সেই বর্ধিত টাকা শ্রমিকদের না দেয় তাহলে তা তাদের নজরে আনার জন্য। তাহলে তারা এনিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।
Home রাজ্য উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা এলাকায় অবস্থিত বিড়ি ফ্যাক্টরিতে বিক্ষোভ দেখালেন বিড়ি...