শনিবার ফালাকাটা ব্লকের ডালিমপুর রাইস মিল সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর।

0
9

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শনিবার ফালাকাটা ব্লকের ডালিমপুর রাইস মিল সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম দীপঙ্কর সূত্রধর। ফালাকাটার বাসিন্দা সে। জানা গিয়েছে, ফালাকাটা থেকে জটেশ্বর বাইকে করে আসছিলেন তিনি। সেইসময় ডালমিপুর রাইস মিল সংলগ্ন এলাকায় কোন গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায় বলে অভিযোগ। ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। এদিকে, খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফালাকাটা দমকল কেন্দ্রের কর্মীরাও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।