নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সাতসকালে হাতির তাণ্ডবে নাজেহাল অবস্থা এলাকাবাসীর। শনিবার সাত সকালে প্রায় ১০/১৫ টি হাতির একটি পাল প্রথমে দেখতে পান ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠাল বাড়ি এলাকার বাসিন্দারা। গ্রামে হাতি ঢোকার খবর নিমেষে ছড়িয়ে পড়ে এলাকায়। হাতি দেখতে ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ। তবে, হাতির তাণ্ডবে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতি হয়েছে জমির ফসল। জানা গিয়েছে, এদিন কাঠলবাড়ি হয়ে গুয়াবাগান কালীবাড়ি হয়ে ওই হাতির দলটি পালপাড়া হয়ে জটেশ্বর এক গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগর এলাকা হয়ে বেংকান্দি হয়ে দলগাঁও চা বাগান কাজী পাড়া হয়ে হাতির দলটি দলগাঁও এর জঙ্গলে এলাকায় চলে যায়।আচমকা হাতির দল গ্রামে চলে আসায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।