নিজস্ব সংবাদদাতা, মালদা : –-হঠাৎ পরিদর্শনে গেলেন জেলা শাসক বিভিন্ন অঙ্গনওয়ড়ি কেন্দ্র,শুরু করে স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তের স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শুরু করলেন মালদা জেলা প্রশাসনিক আধিকারিকরা। যার অঙ্গ হিসেবে শনিবার জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে আচমকা পরিদর্শনে গেলেন হবিবপুর ব্লকের,আইহো, কানতুর্কা অঞ্চলে সহ বিভিন্ন জায়গায় । এদিন জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে ওই অঞ্চলের বিভিন্ন স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র ও পিএইচই পানীয় জল সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন। সরকারি পরিষেবা প্রদানে কোথাও কোন ঘাটতি রয়েছে কিনা,তা খতিয়ে দেখলেন। এবং পরিকাঠামোগত কী কী অভাব রয়েছে ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখেন তারা। এবং পরিষেবা প্রদানে কোন ঘাটতি দেখলে তা তৎক্ষণাৎ শুধরে নেওয়ার নির্দেশ দেন জেলাশাসক।
Home রাজ্য উত্তর বাংলা হঠাৎ পরিদর্শনে গেলেন জেলা শাসক বিভিন্ন অঙ্গনওয়ড়ি কেন্দ্র,শুরু করে স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন।